গাইবান্ধায় এক শিশুকে টাকা চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
গতকাল বুধবার এ ঘটনার একটা ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাকে ঘিরে ধরে কয়েকজন নানা প্রশ্ন করছেন। ভিডিওর এক পর্যায়ে শিশুটি বলছে, আমার হাত খুলে দেন, ব্যাথা পাচ্ছি।
শিশুটির নাম রানা মিয়া। সে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের আনছার আলীর ছেলে। তার বয়স ৯ বছর।
জানা যায়, মুঠোফোন ও কিছু টাকা হারিয়ে যাওয়ায় সন্দেহবশত রানা মিয়াকে স্থানীয় বাজারে একটি মুদিদোকানের সামনে খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে রাখা হয়। এ সময় তাকে মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঙ্গলবার রাতেই রানাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৮ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছে।