ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থি নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ তার দুই সঙ্গীকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে ঐ সংগঠনেরই তাদের প্রতিপক্ষরা।
‘জাসদ গণবাহিনীর কালু’ পরিচয়ে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে হত্যার দায় স্বীকার করেন তারা।
বার্তায় বলা হয়, ‘এতদ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিনাকুন্ডু নিবাসী মো. হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। তাদের লাশ রামচন্দ্রপুর ও পিয়ারপুর ক্যানালের পাশে রাখা আছে। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেয়া হলো অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। কালু জাসদ গণবাহিনী।’
এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ক্যানেলের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে শ্মশান ঘাট এলাকায় গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা দেখতে পান তিন জনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।