ঝালকাঠির কাঠালিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় নির্জন সিকদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকা থেকে তাকে গ্রেফতার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ওসি মংচেনলা।
গ্রেফতারকৃত নির্জন সিকদার উপজেলার একই গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের মিঠুন মিস্ত্রী বাহরাইন প্রবাসী। বাড়ীতে তার স্ত্রী দোলা মন্ডল তার একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করে। গত ৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে বাড়ীর পাশের ক্ষেতে টমেটো আনতে গেলে শিশুটিকে একা পেয়ে নির্জন সিকদার পাশের একটি কলা বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
পরে শিশুটি পুরো ঘটনা তার মাকে জানালে শিশুটির দাদা নিহার রঞ্জন মিস্ত্রী বাদী হয়ে নির্জনকে আসামী করে ধর্ষণের চেষ্টার একটি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ওসি মংচেনলা জানান, শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে।