গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জ্বালানি তেলের দাম কমানোর জন্য কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়েছে। তারা দাবি করছে, সরকার যদি সঠিক মূল্য নির্ধারণ কাঠামো অনুসরণ করে তাহলে ডিজেলের দাম ১০.৫০ টাকা এবং পেট্রোলের দাম ১১.৩২ টাকা কমানো সম্ভব।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাজারভিত্তিক জ্বালানির মূল্য: সরকারের নেতৃত্বাধীন উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন’ শীর্ষক সংলাপে সিপিডি এই সুপারিশ জানায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত প্রিয়তী এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট ফয়সাল কাইয়ুম।
সিপিডি বলছে, জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকার যদি বাজারভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, তবে ডিজেলের দাম ১০.৫০ টাকা, কেরোসিনের দাম ৮.১০ টাকা, পেট্রোলের দাম ১১.৩২ টাকা এবং ফার্নেস অয়েলের দাম ০.৭১ টাকা কমানো সম্ভব।
সিপিডি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ভর্তুকি না দেয়ার প্রস্তাব করেছে। কারণ হিসেবে তাদের ভালো অবস্থা এবং মুনাফা করার প্রসঙ্গটি উল্লেখ করা হয় ।