দেশে জ্বালানি তেলের মূল্য কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে সরকার।
নতুন দামে ডিজেলের দাম ২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০২ টাকা। একইসাথে অকটেন ও পেট্রোলের দাম ৩টাকা করে কমিয়ে যথাক্রমে ১২২ ও ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে কেরোসিনের দাম পুনরায় ১০৪ টাকা রাখা হয়েছে।
বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে এ দাম নির্ধারিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় শনিবার (৩১ মে) গ্যাজেট প্রকাশ করে।
১ জুন থেকে এ দাম কার্যকর হবে। প্রতি মাসেই বিশ্ববাজারের সাথে সংগতি রেখে মূল্য হালনাগাদ করছে সরকার।