জুলাই-আগস্টে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে হওয়া আন্দোলনে সহিংসতায় যে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে তা গণহত্যা নয়। এ সময় যে অপরাধ সংঘটিত হয়েছে তা গণহত্যার সংজ্ঞার আওতায় পড়েনা। বরং তাকে মানবতাবিরোধী অপরাধ বলা যায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘গণহত্যার কোনো চার্জ নেই। গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে সেগুলো ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি, মানবতাবিরোধী অপরাধ। এটা গণহত্যার অপরাধ নয়।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেসময়ে ঘটা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ দাখিল করেছে। তদন্ত প্রতিবেদনে তিনি ‘মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার’ হিসেবে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় তদন্ত শেষ হলো।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে আসা তথ্য ও অভিযোগ যাচাই-বাছাই করে চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে তা দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পরে শুরু হবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম।
সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান তিনি।