জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আসামী করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাকেও অন্তর্ভুক্ত করা হলো।
রোববার (১৬ মার্চ) সকালে আইজিপি মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় ।
ট্রাইব্যুনাল তাকে ১৮ মার্চ জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছেন। আইজিপি মামুন প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নের ডান হাত ছিলেন সাবেক আইজিপি। এজন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে।
তিনি জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে। দ্রুত প্রতিবেদন দাখিল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।