জাতীর পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রোববার তাদের ব্যাংক হিসেব জব্দ করার বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠায় সিআইসি।
এছাড়াও তারা জি এম কাদের, তার স্ত্রী এবং জামাতার ব্যাংক হিসাব সম্পর্কিত সকল তথ্য চেয়েছে।
তাদের আয়কর নথি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।