জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বেগম খালেদা জিয়াসহ সকল আসামি খালাস পেয়েছেন।
বুধবার এ রায় দেন আদালত। হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেয়।
এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর বিচারিক আদালত খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া ২০১৮ সালের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন।
আজকের রায়ে হাইকোর্ট বলেন, “আপিলটি আমরা লাইন বাই লাইন পড়েছি এবং এভিডেন্সগুলো পর্যালোচনা করেছি। আপনারা যে আইনগত ভিত্তি দেখিয়েছেন তা যথাযথ।” আদালত আরও জানিয়েছে যে, আপিল গ্রহণ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো।
বিচারপতি আসাদুজ্জামান আদালতে বলেন, “আপিলের শুনানির সময় আমরা সমস্ত দিক যাচাই করেছি এবং এ বিষয়ে উপস্থাপিত সব প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন।”
এদিকে মামলার আইনজীবী জয়নুল আবেদীন আদালত চত্বরে সাংবাদিকদের জানান, “আজকের রায় আমাদের জন্য বিজয় এনে দিয়েছে এবং আমরা খুশি যে আদালত আমাদের যুক্তি ও প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন।”