মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ের পর জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, এই রায়ের মাধ্যমে এটিএম আজহার এখন আইনি দৃষ্টিতে সম্পূর্ণভাবে অপরাধমুক্ত।
তিনি বলেন, “এটি সত্যের বিজয়, মিথ্যার পরাজয়। মানবতাবিরোধী অপরাধের নামে যে নির্যাতন হয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন।”
জামায়াতের নায়েবে আমীর ড. দেইয়দ আব্দুল্লাহ তাহের প্রতিক্রিয়ায় বলেন, “আজকের রায় কুরআনের সেই বাণীকেই প্রতিষ্ঠিত করেছে—সত্যের জয় অনিবার্য।”
প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়।