দলবদ্ধ হয়ে জামাতে নামাজ আদায়কে নিষিদ্ধ করেছে ইতালির সর্বোচ্চ প্রশাসনিক আদালত।
এই ঘটনার পরে দেশটিতে বসবাসরত ২২ লাখ মুসলিম ক্ষুব্ধ হয়েছেন। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিও দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে।
ইতালিতে অল্প কিছু পূর্ণাঙ্গ মসজিদ রয়েছে। দেশটির হাজারখানেক ইসলামিক কালচারাল সেন্টার রয়েছে। সেখানেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হতো।
তবে প্রশাসনিক আদালতের রায়ের ফলে বন্ধ হয়ে যাচ্ছে এসব কালচারাল সেন্টার বা অস্থায়ী মসজিদ। এ ঘটনায় দেশটিতে বসবাসরত মুসলিমরা হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন।