চার দিনের সরকারি সফর শেষে জাপানের টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (৩১ মে) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ রাত ১০টা ৪০ মিনিটে অধ্যাপক ইউনূসের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
চার দিনের সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই নেতা বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত করার অঙ্গীকার করেন।
জাপান রেল খাত উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার, জলবায়ু স্থিতিশীলতা এবং মানবসম্পদ খাতে মোট ১০৬ কোটি ৩০ লাখ ডলারের সহায়তা ঘোষণা করে।
এছাড়া, টোকিওতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনারে’ ছয়টি সমঝোতা স্মারক সই হয়। কর্মী প্রেরণ ও দক্ষতা উন্নয়নে আরও দুটি চুক্তি হয়।
অধ্যাপক ইউনূস ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং মাহাথির মোহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সোকা ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।