জাতীয় ঐক্যের ডাক দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। দেশের প্রধান রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সাথে সংলাপে বসে জাতীয় ঐক্যের পথ সুদৃঢ় করবেন তিনি।
মঙ্গলবার দেশের ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক শেষে বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
এ দুই বৈঠকের পর তিনি বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন বলে জানা গেছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেছেন, প্রধান উপদেষ্টার এসব মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে তিনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন।