‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান ঘোষণার রায় স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
শুক্রবার সকাল ৭টায় রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ধানমন্ডি ৩২ এর সামনে গিয়ে মিছিল শেষ হয়।
এসময় ছাত্রলীগ কর্মীদের অন্তর্বর্তী সরকারকে অবৈধ উল্লেখ করে শ্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলো অর্ধ-শতাধিক নেতা-কর্মী।
এর আগে ছাত্রলীগকে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ বছরের ২৩ অক্টোবর সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্তমান সরকার নিষিদ্ধ ঘোষণা করে।