বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করেছে।
২০২৪ এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। তবে আফগানিস্তান ১৮৩ রানেই অলআউট হয়ে যায়।
শুরুর দিকে বাংলাদেশ অতটা ভালো করতে পারেনি। ওপেনার জাওয়াদ আবরার ব্যর্থ হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। তবে আরেক ওপেনার কালাম সিদ্দিক ও আজিজুল তামিমের মধ্যে ১৪২ রানের এক শক্তপোক্ত জুটি হয়। কালাম ১১০ বলে তুলে নেন ৬৬ রান। কিন্তু তারপরেই দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ।
শিহাব ১৫ রান যোগ করে সাজঘরে ফিরে যান। এরপর ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় তারা। তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আজিজুল তামিম, যিনি ১৩৩ বলে ১০৩ রান করেন এবং ম্যাচসেরা নির্বাচিত হন। ৫০ ওভারে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ, যেখানে আফগানিস্তানের পক্ষে আব্দুল আজিজ, নুরিস্তানি ও খাতির স্টানিকজাই দুটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বেশ ধীর গতিতে ব্যাট করেন আফগান ওপেনার মাহবুব খান ও উজাইর খান। উজাইর ৮ রান করে আউট হয়ে যান।এরপর মাহবুব ১৬ রান করে সাজঘরে ফিরেন। তৃতীয় উইকেটে নাসির খান ও ফয়সাল খান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ফয়সাল ৫৮ রান করে ফিরে যান। এরপর নাসির ৬০ বলে ৩৪ রান করেন ।
এদিন আফগানদের ইনিংসটি বড় করতে পারেননি নাজিফউল্লাহ আমিরি ও অন্যরা। ১৯ রান করে আমিরি ফিরে গেলে দ্রুত উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শেষমেশ ১৮৩ রানে গুঁটিয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ ও ইকবাল হোসেন ৩টি করে উইকেট নেন, মারুফ মৃধা দুটি এবং রাফি ১টি উইকেট শিকার করেন।