অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করেছে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য ও ২টি শহর।
গত সোমবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বক্তৃতায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। এসময় জন্মসূত্রে নাগরিকত্বের নিয়মে পরিবর্তন আনার কথা জানান ট্রাম্প।
নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, অবৈধ অভিবাসী মা-বাবার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না।
এদিকে এ আদেশকে চ্যালেঞ্জ করে ২২টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষের সহায়তায় বোস্টনের ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আইনজীবীরা ট্রাম্পের এ পদক্ষেপকে সংবিধান লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করছেন। তারা বলছেন, এ আদেশ সম্পূর্ণ প্রেসিডেন্টের ক্ষমতার বাইরে। জন্মসূত্রে নাগরিকত্বে পরিবর্তন আনতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
এটি ট্রাম্প প্রশাসনের প্রথম বড় আইনি চ্যালেঞ্জ, যা নাগরিক অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।