পর্তুগালের রাজধানী লিসবনে জন্মদিনের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।
গত রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ সংঘর্ষ হয়। আহতরা প্রত্যেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, পর্তুগাল বেজা শহর বিএনপির সিনিয়র সহসভাপতি কামিল আহমেদ জন্মদিনের দাওয়াত দেওয়া নিয়ে ঝামেলা হয়। সহিংসতায় আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে দাঁত ভাঙা, পা ও পেটে আক্রমণ, মাথায় কাটা, ছুরির আঘাত রয়েছে।
এ ঘটনায় লিসবন মেট্রোপলিটন পুলিশ আসামীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য কাজ করছে।
পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট জানিয়েছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসীদের ছাড় নেই। যদি সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা বিএনপির কেউ হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার পর থেকেই পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।