রাজধানীর কারওয়ান বাজারে কেনাকাটা করার সময় জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা। পরে শনিবার রাত ১০টার দিকে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে। তেজগাঁও থানা থেকে তাকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, মুন্নী সাহার নামে একাধিক মামলা রয়েছে। মিরপুর মডেল থানার গত ৬ নভেম্বর হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা যায়, কারওয়ান বাজারে কেনাকাটা করতে গেলে মুন্নি সাহা জনতার তোপের মুখে পড়েন। তাকে ঘিরে ধরে জনতা শ্লোগান দিতে থাকে। পরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে।
মুন্নি সাহা বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। বেসরকারী টেলিভিশনেও তিনি সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছেন। সর্বশেষ তিনি এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।