সিলেটের জকিগঞ্জে বাঁধের ভাঙ্গা স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। ফলে লোকালয়, গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে গেছে বহু পরিবার।
কুশিয়ারা নদীর পানি কমলেও জকিগঞ্জের ভাঙ্গা বাঁধ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
অতিরিক্ত পানির স্রোতের তোপে চরম ভোগান্তিতে পড়েছে দুর্গত এলাকার মানুষ। অনেককে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৬টি আশ্রয়কেন্দ্রে অন্তত অর্ধ-শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে৷
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বিপৎসীমার ১৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আর কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।