ছিনতাইয়ের কবলে পড়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি প্রতিনিধি দল। অস্ত্রের মুখে গাড়ির কাঁচ ভেঙ্গে তাদের কাছ থেকে মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়নগঞ্জে রবিবার রাত ২টার দিকে তারা ছিনতাইয়ের কবলে পড়েন।
জানা গেছে, রবিবার ঢাকা থেকে বান্দরবানের লামা যাচ্ছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের মাইক্রোবাসটি মেঘনা সেতুর ঢালে পৌঁছালে চাপাতি দিয়ে গাড়ির কাঁচ ভেঙ্গে ৩টি মোবাইল এবং ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়েছেন। তারা দুর্বৃত্তদের বিচার দাবি করেছেন।