অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (১৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “১৫ দিনের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে, প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে।”
এছাড়াও ওয়াসার বিতর্কিত নিয়োগ বাতিল ও সরকারের বিভিন্ন দফতরে ছাত্র প্রতিনিধির নিয়োগ বাতিল করার দাবি তোলা হয়।
গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে, ফলে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে।”
রাশেদ খান অভিযোগ করেন, সরকারের কয়েকজন উপদেষ্টা আওয়ামী লীগের এজেন্ডা অনুসরণ করছেন এবং তাদের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের কাজ চলছে। এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।