ছাত্রদের নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন ছাত্র উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন দলের হাল ধরবেন।
তবে দলের দ্বিতীয় শীর্ষ পদে (সদস্যসচিব) কে আসবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এ পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমের মধ্যে কেউ একজন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ছাত্রদের এ নতুন দল গঠিত হতে যাচ্ছে।
এ সপ্তাহের মধ্যে নতুন এই দলের নাম চূড়ান্ত হতে পারে। আর দলের অনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এ মাসের শেষের দিকে।