শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বেগম সৈয়দুন্নেছা হলে ছাত্রদলের কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুই শিক্ষার্থীকে রুম ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা হলেন ২০১৬-১৭ সেশনের রূপা রহমান ও ২০২২-২৩ সেশনের উম্মে সুমাইয়া সুপ্তি।
তারা অভিযোগ করেন, ছাত্রদল নেত্রী তাহসিন আক্তার মুন তাদের রাজনৈতিক প্রোগ্রামে যেতে চাপ দেন এবং অমান্য করলে রুম বরাদ্দ বাতিলের হুমকি দেন।
মুন বর্তমানে ৩১৬ নম্বর কক্ষে একাই থাকলেও তার ছাত্রত্ব শেষ হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে হল প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
ঘটনার বিষয়ে মুন দুঃখ প্রকাশ করে বলেন, তিনি প্রভোস্টের অনুমতি ছাড়া রুম ছাড়তে বলেছিলেন, যা আমার ভুল ছিল।
শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান, কাউকে জোর করে প্রোগ্রামে নেওয়া ছাত্রদলের নীতিতে নেই, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।