প্রায় ছয় মাস পর আবারও মাঠে ফিরছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি।
লাহোর কালান্দার্স আজ বৃহস্পতিবার সোস্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, টুর্নামেন্টের বাকি অংশ খেলতে দলে যোগ দিচ্ছেন সাকিব। আগামী ১৭ মে ইসলামাবাদে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।
ইনজুরিতে পড়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিব খেলবেন। লাহোর কালান্দার্সের দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের প্রতিক্রিয়াও যুক্ত করা হয়েছে।
সেখানে সাকিব বলেছেন, এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব হচ্ছে। এটা এমন টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি। এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, সাকিব বোর্ডের কাছে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য আবেদন করেছেন এবং নীতিগতভাবে সেটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সাকিব পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেলেছিলেন।