বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটি ছিল এক দুঃস্বপ্নের মতো। বৃহস্পতিবার দুবাইতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন সৌম্য সরকার ও নাজমুল শান্ত। দু’জনই শূন্য রানে ফিরে যান। ২ রানেই বাংলাদেশের প্রথম ২ উইকেটের পতন হয়। ফলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ অল্প রানে ধসে যাওয়ার শঙ্কায় পড়ে।
তবে ষষ্ঠ উইকেট জুটিতে তাওহীদ হৃদয় ও জাকের আলী দুর্দান্তভাবে বাংলাদেশের ইনিংস টেনে নিয়ে যান। হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। তিনি ১১৮ বলের ইনিংসে ১০০ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। জাকের আলীও ১১৪ বলে ৬৮ রান করেন। তানজিদ তামিম ২৫ ও রিশাদ হোসেন ১৮ রান যোগ করেন, ফলে বাংলাদেশ ২২৮ রানে অলআউট হয়। তবে এদিন চার বাঘা ব্যাটসম্যানের শুন্য পার না করতে পারার ব্যর্থতা দলকে সবচেয়ে বেশি ভুগিয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারত। রোহিত শর্মা ও শুভমন গিল ৯.৫ ওভারে ৬৯ রান যোগ করে জয়ের ভিত্তি গড়ে দেন। রোহিত ৪১ রান করে আউট হলেও গিল ১২৯ বলে ১০১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। গিলের ব্যাট থেকে আসে ৯টি চার ও ২টি ছক্কা। কেএল রাহুল ৪১ রানে অপরাজিত থাকেন। ভারত ২১ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পায়।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে। এবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।