চুলের মুঠি ধরে এক নারীকে লাঠি দিয়ে বেধরক পেটানো হচ্ছে। তাকে বাঁচাতে বৃদ্ধ মা এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। এই দৃশ্য সহ্য করতে না পেরে পাশে থাকা শিশুরা ভীত হয়ে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায়। এমন একটি হৃদয় বিদারক ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওটি ভাইরাল হবার পর সোস্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। গত শুক্রবার রংপুরের বদরগঞ্জে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ওই নারীর প্রতিবেশী সাইফুল ইসলাম (৫০) ও গোলজার হোসেন (৬০)। এ দুজন ছাড়াও এই মামলায় আরও ৬ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার ভুক্তভোগী নারী বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। শুরুতে পুলিশ ব্যবস্থা না নিলেও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে গতকাল রোববার রাতে ঐ দুজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার ভুক্তভোগী নারীর বাড়ির ধান নষ্ট করা নিয়ে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে ওই নারীর বাকবিতণ্ডা হয়। পরে গোলজার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে তাঁকে লাঞ্ছিত ও লাঠিপেটা করেন। বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধ মাকেও পেটান তারা। পরে অন্য প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আঘাতে ভুক্তভোগী নারীর মায়ের মাথা ফেটে গেছে। ভুক্তভোগী নারীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুজনকে আটক করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।