শীতে বিদ্যুতের চাহিদা অনেক কম থাকে। বিদ্যুৎ উৎপাদনের কাজে আগের মতো গ্যাস লাগেনা। তাই গ্যাসের সরবরাহ স্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কথা। কিন্তু ঘটনা ঘটছে উলটো।
রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দারুণ গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। দিনের বেলা বিভিন্ন জায়গায় একদম গ্যাস পাওয়া যাচ্ছেনা। ফলে চুলা জ্বালাতে অপেক্ষা করতে হচ্ছে রাতের গ্যাসের জন্য।
এদিকে গ্যাসের সংকটের কারণে শিল্পের গ্রাহকেরাও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। ফলে রপ্তানিমুখী কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
দেশে প্রতিদিন এখন গ্যাসের চাহিদা হলো ৩৮০ কোটি ঘনফুট। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ২৫০ কোটি ঘনফুট।
বিশেষজ্ঞরা এর জন্য জ্বালানি বিভাগের অবহেলা ও অদক্ষতাকে দায়ী করেছেন। তারা অভিযোগ করছেন, সর্বোচ্চ মজুত থাকার পরও কারিগরি পরিকল্পনা ও দক্ষ প্রযুক্তির অভাবে তিতাস ও কৈলাসটিলা গ্যাসক্ষেত্রে উৎপাদন বাড়ানো যায়নি। অথচ কম মজুত থাকা বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে কয়েক গুণ উৎপাদন বাড়ানো হয়েছে।