চীনা পণ্যের উপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে আরও ১০০ শতাংশ বাড়িয়ে ২৪৫ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র।
বেইজিংয়ের প্রতিশোধমূলক শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্র নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করে।
এপ্রিলের শুরুর দিকে যুক্তরাষ্ট্র বিশ্বের ১৮৫ দেশে শুল্ক আরোপ করে। এসময় চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্র ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় চীনও শুল্ক বাড়ায়। ফলে যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি ৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে দেয়।
তার সঙ্গে পূর্বের ২০ শতাংশ শুল্ক যুক্ত করলে মোট শুল্ক দাঁড়ায় ১০৪ শতাংশে। তারপরও থামানো যায়নি ট্রাম্পকে৷ আরেক দফা বাড়ালে শুল্কের পরিমাণ দাড়া ১২৫ শতাংশে।
গত বৃহস্পতিবার এই শুল্ক আবারও বৃদ্ধি করে ১৪৫ শতাংশ নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। জবাবে বেইজিংও মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়,চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে তাদের পণ্য এখন থেকে যুক্তরাষ্ট্রে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হবে।