বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অর্থনৈতিক বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, গণমাধ্যম, স্বাস্থ্য এবং তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বৈঠকের পর তিনি চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘ইনভেস্টমেন্ট ডায়ালগ’-এ অংশ নিবেন।
এ ডায়ালগে তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। এছাড়াও প্রধান উপদেষ্টা টেকসই অবকাঠামো, জ্বালানি বিনিয়োগ এবং সামাজিক ব্যবসা নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনাতেও অংশ নিবেন।