৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার দেশ চিলি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলের বন্দরনগরী আন্তোফাগাস্তায় এই ভূমিকম্পটি অনুভূত হয়।
এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে তেমন কোন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে দেশটির উত্তরাঞ্চলের এলাকাগুলো ভূমিকম্পপ্রবণ হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে সরকার। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি সেবা প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে দেশটিতে ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া অঞ্চলে হওয়া এ ভূমিকম্পে প্রাণ হারায় ৬ হাজার মানুষ।