বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত জামিন শুনানির তারিখ পিছিয়ে ২ জানুয়ারি নির্ধারণ করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির দিন ধার্য ছিল।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এনামুল হক জানিয়েছেন, চিন্ময় দাসের পক্ষে জামিন শুনানির জন্য কোনো আইনজীবী উপস্থিত না থাকায় এবং রাষ্ট্রপক্ষ সময় বাড়ানোর আবেদন করার কারণে শুনানির তারিখ পেছানো হয়েছে। শুনানি না হওয়া পর্যন্ত আসামিপক্ষ আদালতে যেতে পারবে না।
তবে জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য চিন্ময় দাসের পক্ষের আইনজীবীরা আদালতে আবেদন করতে পারেন।
জানা গেছে, জামিন শুনানি না হওয়া পর্যন্ত চিন্ময় দাসকে কারাগারে থাকতে হতে পারে। তবে পুরোটাই আদালতের বিবেচনার উপর নির্ভর করবে।