বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এসময় আদালত চত্বরে চিন্ময় দাসের সমর্থকরা ব্যাপক বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ সমর্থকরা প্রিজন ভ্যান ঘিরে স্লোগান দিতে থাকেন এবং রাস্তার মাঝখানে শুয়ে পড়েন। প্রিজন ভ্যানের চারপাশে মানবঢাল তৈরি করে তারা চিন্ময় দাসের মুক্তির দাবি জানান। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পথে পুলিশ ব্যাপক বাধার সম্মুখীন হয়।
বিক্ষোভ দমনে পুলিশ লাঠিচার্জ করে এবং দুপুর ২টা ৫০ মিনিটে আদালত ভবনের নিচে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মিচ মামলার একটি শুনানি হওয়ার কথা রয়েছে। এই শুনানিতে চিন্ময় দাসের জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছিল। মামলায় গত ৫ আগস্ট বাংলাদেশের একটি গণঅভ্যুত্থান চলাকালে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ঘটনার ন্যায়বিচারের দাবি জানাবে এবং চিন্ময় দাসের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাবে।