চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে ভাই-বোনদের ঠকিয়ে পারিবারিক জমি দখলের বিচার চাইলেন তার মা মরিয়ম বেগম।
এ নিয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায় জিডিও করেছেন পপির বোন ফিরোজা পারভীন।
জিডি সূত্রে জানা গেছে, পারিবারিক জমি এককভাবে দখলে নিতে চান অভিনেত্রী। এ নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে তাদের মেরে ফেলার হুমকি দেন পপি ও তার স্বামী আদনান উদ্দিন কামাল।
পপির মা সংবাদমাধ্যমে বলেছেন, বিয়ের পর ৫-৬ বছর ধরেই স্বামীর প্ররোচনায় পপি আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। বাবার জমি দখলের চেষ্টা করছে।
মরিয়ম বলেছেন, আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে। পপি ছাড়াও আমার আরও ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তাদের হুমকি দিচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে। এই বয়সে আমরা কোথায় যাব?
এ ঘটনায় বিচার চেয়েছেন পপির বোন ফিরোজা পারভীন। তিনি জানান, আমাদেরকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।