পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রীকে চা পান করার কথা বলে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ওই তরুণির প্রাক্তন প্রেমিক মেহেদী মাসুদ (২৬) এবং তার দুই সহযোগী মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও হারুন অর রশিদ (২৭। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
এই ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, কালাচাঁদপাড়া এলাকার মেহেদী মাসুদের সঙ্গে ২০২২ সালে ভুক্তভোগির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ২০২৪ সালের মে মাসে মেহেদী অন্য কাউকে বিয়ে করলে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। পরে গত সোমবার মেহেদী চা পানের কথ বলে ঐ তরুণীকে ডেকে নেয়। বাইকে তারা পাবনা শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। ঐ দিন রাত ৯ টার দিকে ঐ তরুণীকে শহরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে মেহেদী তার দুই সহযোগীসহ ধর্ষণ করে।
মেহেদীর সহযোগী মাহমুদুল হাসান সাজিদের বাড়ি চকরামচন্দ্রপুর এলাকায় এবং হারুন অর রশিদের বাড়ি শালগাড়িয়া ফরেস্টপাড়া এলাকায়।
এই ঘটনায় ভুক্তভোগীর মা মঙ্গলবার রাতে মামলা করেন। পরে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে।
পাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রীর পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।