বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
চার দিনের সফরে তারা বাংলাদেশে এসেছেন। তাদের লক্ষ্য বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্র প্রস্তুত করা, বিষয়গুলো বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করা।
ঢাকায় পৌঁছেই তারা শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন। শ্রমিকদের কর্মপরিবেশ, সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ এগুলো নিয়ে তারা আলোচনা করছেন। এছাড়া সরকারের কার্যকরী পক্ষের সাথে বসে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের কীভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায় এসব বিষয় আলোচনায় গুরুত্ব পাবে।