চার দিনের মাথায় আবারও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে হওয়া এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি শুধু বাংলাদেশে নয় আরও তিনটি দেশে অনুভূত হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত ছাড়াও নেপাল ও ভুটানে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে চীনের তিব্বতে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
প্রসঙ্গত, এর আগে গত ৩ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫।