চীনের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার দুপুরে চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি
তার সফর সম্পর্কে জানা গেছে, আজ ২৬ মার্চ থেকে ২৯ মার্চ তিনি চীনে অবস্থান করবেন।
২৭ মার্চ তিনি চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন। সেখানে উদ্বোধনী প্লেনারি সেশনে তিনি বক্তব্য রাখবেন।
এছাড়াও চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সাথে তার বৈঠক হতে পারে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে।
এছাড়াও চীনের কাছ থেকে বাংলাদেশ দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা পেতে পারে বলে জানা গেছে।