সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ শনিবার দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার ব্যবস্থা করা হয়। সবচেয়ে বৃহৎ এই আয়োজনে চাঁদের দেখা মিলেছে।
সৌদিতে এবারের রমজান মাস ২৯ দিনের হচ্ছে। তবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার চাঁদ দেখা যায়নি।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরের দিন ঈদ উদযাপিত হয়। সে হিসেব অনুসারে আগামী সোমবার ঈদ উদযাপিত হবে। তবে বাংলাদেশের কিছু জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত হয়ে থাকে।