চট্টগ্রামে চাঁদা না পেয়ে আবুল কালাম আজাদ নামের এক জামায়াত নেতার পায়ের রগ কেটে দিয়েছে চাঁদাবাজরা।
রোববার রাতে সীতাকুণ্ড পৌরসভার ডেপারপাড় এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, আহত জামায়াত নেতা সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী জানান, তার ফার্মে রোববার রাত ৩টার দিকে পিকআপ ভ্যানে মুরগী আনলে স্থানীয় এক ব্যক্তি’সহ কয়েকজন অস্ত্রধারী দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তার ডান পায়ের রগ কেটে দেয় ও বাম হাত ভেঙে দেয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মজিবুর রহমান জানিয়েছেন, ঘটনাটা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।