নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে চাঁদাবাজিকে দায়ী করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেছেন, চাঁদাবাজি বন্ধ করতে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দুই-তিনদিনের মধ্যে তালিকা ধরে অভিযান পরিচালনা করা হবে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেছেন, ঢাকায় ছিনতাই বেড়েছে। বিশেষ করে মোবাইল ছিনতাই বেশি বেড়েছে। রাস্তা-ঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে।
এছাড়াও তিনি হকারদের রাস্তায় সংযত অবস্থায় থাকার অনুরোধ জানিয়েছেন।