মেঘনা নদীতে সারবাহী একটি জাহাজ থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে আরও তিনজনকে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার দুপুরে চাদপুরের মেঘনা নদীতে এমভি-আল বাখেরা জাহাজ থেকে তাদের উদ্ধার করা করা হয়।নিহতেরা জাহাজটির চালক ও অন্যান্য কর্মী হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
হতাহতদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গেছে। শত্রুতা থেকে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আশংকা করা হচ্ছে। অনেকে এটিকে ডাকাতির ঘটনাও বলছেন। তবে এখনও সুনির্দিষ্ট করে তা জানা যায়নি।
জানা গেছে, জাহাজটি চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল । জাহাজটি ঘাটে নোঙর করা অবস্থায় ছিল।
নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ৯৯৯-এ ফোন পেয়ে তাঁরা সেই নৌযানে যান। সেখানে গিয়ে নৌযানের পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পান। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।