সুনামগঞ্জে সিএনজি অটোরিকশায় এক কিশোরীর হাত-মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালিয়েছে দুই যুবক। এসময় সম্ভ্রম বাঁচতে অটোরিকশা থেকে লাফ দেন ওই কিশোরী।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলার দিরাই উপজেলায় এ ঘটনা ঘটে।
সিএনজি থেকে লাফ দেয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে ভুক্তভোগী। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, দিরাই বাজারে কেনাকাটা করে সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে ওই দুই যুবক গাড়িতে উঠে। তারা উঠার পর সিএনজি যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে ভিন্ন পথে চালানো হয়। ঘটনার এক পর্যায়ে ঐ দুই যুবক ভুক্তভোগীর হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তাঁদের হাত থেকে বাঁচতে গাড়ি থেকে লাফ দেয় কিশোরী মেয়েটি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেছেন, ঘটনাটি নিয়ে আমরা তদন্ত করছি। খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।