চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে।
বুধবার অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন।
চবির এবারের সমাবর্তনে অংশ নিয়েছেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এছাড়া ২২ জন গবেষককে পিএইচডি এবং ১৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারীরা উপাচার্যের সই করা সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অন্যরা।
এর আগে ২০১৬ সালে চবিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিলো। এবারের সমাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।