স্বর্ণের চুড়ি স্কচ টেপে আটকে এবং সুকৌশলে গলার চেইন লুকিয়ে বহন করছিলেন এক অভিনেত্রী। কিন্তু এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা সদস্যদের চোখ এড়াতে পারেননি তিনি।
শনিবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় নাট্যাভিনেত্রী অনামিকা জুথীর কাছ থেকে।
এসময় ঢাকার মিরপুরের ঐ অভিনেত্রীসহ আটক হন চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।
আজ সকালে দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফেরত ফ্লাইটে (বিজি-১৪৮) দুবাই থেকে ফেরার সময় তাদের তল্লাশীর সময় এ স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৬৯ লাখ টাকা।