চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ও আহত সকলকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন জানান, ট্রেনচালক সংকেত ছাড়াই দ্রুতগতিতে সেতুতে উঠে পড়ে। এসময় ট্রেনটি একাধিক অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়।
স্থানীয়রা জানিয়েছে, সেতুর মধ্যে একটা গাড়ি বিকল হয়ে যাওয়ায় সব গাড়ি নামতে পারেনি।