চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলনের আয়োজিত এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নাম উল্লেখ করা একটি কবিতা আবৃত্তি করার পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীরা বাধা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, সাতই মার্চের উল্লেখ ছিল। জাসাসের নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে নেতা-কর্মীরা এসে প্রতিবাদ জানান এবং এক আবৃত্তিশিল্পীকে হেনস্তা করেন। পরে পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণ অযৌক্তিক হস্তক্ষেপ। তবে জাসাসের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ চলছিল, তাই তারা প্রতিবাদ করেছেন।