চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং ছয়জন আহত হন।
জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছে।