চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০-১২ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ মে) বিকেলে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে এই কর্মসূচি হয়।
জামায়াত-শিবির সংশ্লিষ্ট সংগঠন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে৷
হামলার সময় এক যুবকের নারীকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। অভিযুক্ত যুবকের নাম আকাশ চৌধুরী, যিনি সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযুক্ত আকাশের মহানগর জামায়াত নেতার সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় অনেকের দাবি তিনি শিবির নেতা। তবে সংগঠনের পক্ষ থেকে বলা হয় তিনি কোনো পদে নেই।
হামলার ঘটনায় রাতেই গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা থানায় অবস্থান নেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।