চট্টগ্রামে আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) আলিফ হত্যার ৫ দিন পর তার বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
এছাড়াও নিহত আলিফের বড় ভাই আলম কোতোয়ালি থানায় আরেকটি মামলা দায়ের করেছেন। আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় করা এ মামলায় ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
এদিকে গত মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং ১ হাজার ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আইনজীবী হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৯ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে।