চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়েছে।
নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করে যৌথবাহিনী। এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে আইনজীবী হত্যার ঘটনায় চট্টগ্রাম জুড়ে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ দল নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ হলে তাকে বহনকারী প্রিজনভ্যান আটকে দেন তার সমর্থনকারীরা। কেউ কেউ শুয়ে পড়েন প্রিজনভ্যানের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপর তার সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধরা সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেন।